পৃষ্ঠাসমূহ


অবচেতনে স্বপ্ন জলপরী

তোমাকে ঠিক ঠিক চিনে ফেলেছি
এ ভাবনা শেষ করে তাকিয়ে দেখি
আমার পাশে বসে আছে আজন্ম অপরিচিত এক মানবী
তুমি কে প্রশ্ন করতেই
তার ঠোঁটে ভেসে উঠে হারিয়ে যায় বিষন্ন হাসি
জল ছলছল দু'টি চোখেও হাসি
সে হাসিতে শুধুই বিষন্নতার সুর
আমি স্বপ্নঘোর ভেবে হাত বাড়িয়ে ছুয়ে দেখি শূন্যতা
সে তখন নেমে গেছে জলের বুকের কাছে
হাত ইশারায় বলে দিল নেম এস শীতলতায়
আমি ধীরে ধীরে নেমে যাই
তলিয়ে যাই এক গভীর ঘুমে
আর অবচেতনের গভীরে শুনতে পাই
জলডানায় উড়ে উড়ে বহুদূরে হারিয়ে যায়
মানবী কিংবা একাটা জলপরী


কোন মন্তব্য নেই: