পৃষ্ঠাসমূহ


সাদা শাড়ী, নীল পাঞ্জাবী

তুই কি পৌঁছে গেছিস
সাদা জমিন আর কালো
পারের শাড়ী আর নাকে
বিন্দু বিন্দু ঘাম নিয়ে
কাচের চুড়ি আর কপালে কালো টিপ দিয়ে
আমার নীল পাঞ্জাবীটা কোথাও খুঁজে পাচ্ছি না
তন্ন তন্ন করে খুঁজেছি
প্রতিটি ড্রয়ার, খাটের নীচে
তোষক বালিশ উল্টে পাল্টে
পুরো ঘর তছনছ, কোথাও নেই
আচ্ছা শোন মন খারাপ করিস না
গুটি পোকার চাষ শুরু হয়ে গেছে
আর কিছু দিন পর ওদের বুকে
জন্ম নেবে মিহি সিল্ক
তাতির সাথে আগেই কথা হয়ে গেছে
রেশমি সুতা ঘরে তুললেই ওরা কাজ
শুরু করে দেবে
কথা দিয়েছে আমার নীল পাঞ্জাবীটা
ফিরিয়ে দেবে এবার
তুই একটু অপেক্ষা করতে পারবি না সোনা?

কোন মন্তব্য নেই: