পৃষ্ঠাসমূহ


নারী ও কবিতা


















প্রেম চাইছি না
চাইছি না অধর আর ওষ্ঠের
নুন্যতম দূরত্বের বসবাস
চাইছি না তোমার কুমারী যুগল স্তনের
উষ্ণতার ভাগ
তোমাকে শৃঙ্খলিত করতে চাইছি না
সাংসারিক অদৃশ্য শিকলে
বলছি না ধোঁয়া ওঠা ভাত
তুলে দাও আমার নৈশ ভোজে
ভালবাসি ভালবাসি ত্রাহি চিৎকারে
বিব্রত করে তুলবো না তোমার চারপাশ
চাতকের 'জল-দে' 'জল-দে'র মত
বলবো না প্রেম-দে প্রেম-দে
চাইবো না উপত্যকায় গিরিখাতের সন্ধান
তবুও আমিতো মানুষ
বল কতদিন সহ্য হয়
এ দুর্ভিক্ষের অভিশাপ
অভিধানগুলো সব দুরারোগ্য প্লেগে আক্রান্ত
যেদিকে তাকাই শুধু মৃত শব্দের লাশ
বর্ণমালা রোজ রোজ গণধর্ষনের শিকার
প্রিয়তমা তাই মাঝে মাঝে এসে
দাড়িও তোমার চৌকো গ্রিলের বারান্দায়
দেবী দুর্গার বেশে এই কবিকে দিও
নতুন কবিতার আশীর্বাদ

কোন মন্তব্য নেই: