পৃষ্ঠাসমূহ


জনম জন্মান্তরের মিলনের স্বাদ

নক্ষত্র ফুল বিছায়ে আছে
আকাশের বুকের বাগানে
তবু আজ মেঘ হবে
অঝোর ধারায় নয়, বৃষ্টি হবে খুব ধীরে রয়ে সয়ে
যেভাবে বেদনার নদী বয়ে চলে ধীর পায়ে
বেদনার বড় ফুরিয়ে যাবার ভয়
তবে এই ধীর লয় আমার বড্ড জঘন্য লাগে
আমি অহর্নিশ ছুটে চলি দ্রুত থেকে দ্রুততর বেগে
দয়া করে প্রশ্ন করো না, কোথায় যাচ্ছি
কিংবা কোথায় যেতে চাই
সেখানে পৌঁছালে কি হবে, না পৌছলে কি ক্ষতি?
কারও কি পথ চেয়ে থাকবার কথা?
নাকি পথ চলাটাই আনন্দের?
আমি জানি না এসব কিছুই
শুধু মনে হয় আমি খুঁজে ফিরি তাকে
জনম জন্মান্তরের মিলনের স্বাদ
তার বুকে শান্তি ঘুম ভালবাসা আছে ঢেঁড়
যে ভালবাসা অপচয় করে ফেলেছি
ভুল পরাগের গন্ধ মেখে- তাকে ফেরাবার মন্ত্র
শেখা হবে না আর এ জীবনে
বৃথা চেষ্টার জলাঞ্জলি দিয়ে আমি-ভালবাসা খুঁজি না আর
আমি ছুটে চলি দ্রুত থেকে দ্রুততর বেগে
পৌছাতে হবে সেখানে, তার বুকে শান্তি ঘুম ভালবাসা আছে ঢেঁড়
ভয়ংকর সুন্দর, ঝর্ণার শীতলতা সবুজ ঘাসের কোমলতা
আহ! আমাকে পৌছাতে হবে-'মৃত্যু' তুমি কত দূরে....
নক্ষত্র ফুল বিছায়ে আছে
আকাশের বুকের বাগানে........