পৃষ্ঠাসমূহ


ছায়া বিসর্জন















ম্লান চাঁদের আলোয় হেটে যায় নিঃসঙ্গতা
পিছনে পরে থাকে তার ছায়া
অবশেষে জেনে গেছে ফুরিয়ে যাওয়ার
আগেই হারিয়ে যাওয়া ঢেঁড় ভাল
ছায়া সঙ্গীকে তাই আজ বিদায়
অশুভ আত্মার মত ডানা ঝাপটায়
একটা কালো বাদুড়
ডানার আড়াল হয়ে যায় একাদশীর চাঁদ
চারিদিকে নেমে আসে অভিশপ্ত আধার
অশরীরী নিশাচরের ডাকে বুক ধড়ফড়িয়া ওঠে
সব বিসর্জনের পরেই মেলে মুক্তি
সুখের একটা অসুখ ছিল ভীষণ রকম
অহেতুক দাবী ছিল একটা জলপ্রপাতের মালিকানার
অন্তত চৌবাচ্চায় একটা মস্ত শালুক
আর দুটি গোল্ড ফিস
নিঃসঙ্গতা আজ হেটে যায়
তার ছায়াকে নিঃস্ব করে দিয়ে
সব কিছু বিসর্জনের পরেই মেলে মুক্তি

কোন মন্তব্য নেই: