পৃষ্ঠাসমূহ


তুমি আমাকে মুক্তি দাও

অপেক্ষার প্রহরের প্রতিটি ক্ষনে
আমার হৃদয়ে নেমে আসে মৃত্যু
প্রতিটি কোষ হয়ে যায় নিঃস্প্রান
তুমি ফিরে এসে যাকে খুজে নাও
সে আমি নই, একটা ক্ষুদার্থ পিশাচ
যার চাহিদা আশা আকাঙ্খা বদলে
নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়
ধ্বংসের দ্বার প্রান্তে
তুমি কেন পার না
কেন মাতৃত্বের শাসনে বলতে
... পারো না 'আর পাগলামী করনা'
কেন শক্ত করে আমার হাত ধরে টেনে
নিয়ে আস না গিরিখাদের শেষ প্রান্ত থেকে
কেন কেন কেন আমাকে বল না
'আর নিজেকে পুড়িও না শশ্মানে
এবার তোমার ঘরে চল'
ঘরোয়া অ-ঘরোয়া রাজনীতিতে পরাজিত আমাকে
তুমি কেন বলনা 'এসবে কিছু যায় আসে না
আমি আছি তোমার পাশে'
তুমি কি পারনা খুব ভীষনভাবে
একবার বুকে জড়িয়ে ধরতে
পারনা আমাকে মুক্তি দিতে
তবে কেন আমি অবিরত তোমার কাছে চাই দুটি বিহঙ্গ ডানা
তুমি আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও
আজন্মের অভিশাপ হতে

কোন মন্তব্য নেই: